আন্তর্জাতিক
ইসরায়েলের নতুন বসতি পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্র ধারণা ‘সমাধিস্থ’ করবে: স্মোটরিচ

ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ঘোষণা দিয়েছেন, তিনি অধিকৃত পশ্চিম তীরে বহুল বিতর্কিত ও দীর্ঘদিন বিলম্বিত অবৈধ বসতি প্রকল্পের আওতায় হাজারো নতুন আবাসিক ইউনিট অনুমোদন দেবেন। তার দাবি, এই পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে “চিরতরে সমাধিস্থ” করবে।
বৃহস্পতিবার স্মোটরিচ বলেন, তিনি জেরুজালেম ও অবৈধ ইসরায়েলি বসতি মা’আলে আদুমিমকে যুক্ত করতে ই-১ এলাকা প্রকল্পে ৩ হাজারেরও বেশি বাড়ি নির্মাণের দরপত্র অনুমোদন দেবেন। তিনি বলেন, “এ বাস্তবতা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে সমাধিস্থ করে, কারণ স্বীকৃতি দেওয়ার মতো কিছু নেই এবং কাউকে স্বীকৃতি দেওয়ার নেই। আজ যদি বিশ্বের কেউ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়, আমরা মাটিতে তার জবাব দেব।”
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন বসতি পরিকল্পনাকে গণহত্যা, উচ্ছেদ ও দখলদারিত্বের অপরাধের ধারাবাহিকতা হিসেবে অভিহিত করেছে এবং একে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর “গ্রেটার ইসরায়েল” ঘোষণার প্রতিধ্বনি বলে মন্তব্য করেছে।
ঘোষণার আগে স্মোটরিচ, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রকল্পটিকে “সর্বোত্তম জায়নবাদ” বলে আখ্যা দেন। তিনি আরও বলেন, “দশকের পর দশক আন্তর্জাতিক চাপ ও স্থগিতাদেশের পর আমরা নিয়ম ভেঙে মা’আলে আদুমিমকে জেরুজালেমের সঙ্গে যুক্ত করছি।”
ই-১ পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন এখনো বাকি, যা আগামী সপ্তাহে হওয়ার কথা রয়েছে।