আন্তর্জাতিক
ইসরায়েলি সেনাদের নির্যাতনের শিকার ফিলিস্তিনি যুবক খালেদ আজেম

উত্তর দখলকৃত পশ্চিম তীরের সেবাস্তিয়ায় ইসরায়েলি সেনাদের নির্যাতনের শিকার হয়েছেন ফিলিস্তিনি যুবক খালেদ আজেম (২৫)। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত ২ জুলাই একটি চেকপোস্টে তার গাড়ি থামিয়ে সৈন্যরা তাকে গাড়ি থেকে নামায়। এরপর তাকে মারধর ও অপমান করা হয় এবং জোর করে “আমি ইসরায়েলকে ভালোবাসি” বলতে বাধ্য করা হয়। এ সময় তারা মোবাইলে ভিডিও ধারণ করে আজেমের সামাজিক মাধ্যমে পোস্ট করে।
আজেম ও তার ভগ্নিপতি সেবাস্তিয়ায় তাদের বাড়ি থেকে নির্মাণ কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু পথে এই হামলার শিকার হন। স্থানীয়দের দাবি, এ ধরনের হামলা বাড়ছে, যা ফিলিস্তিনিদের এলাকাছাড়া করার একটি পরিকল্পনার অংশ।
২০২৩ সাল থেকে ইসরায়েল সেবাস্তিয়ার প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা লৌহ যুগ থেকে বিদ্যমান। এলাকাটি জাতীয় উদ্যান ও পর্যটন কেন্দ্রে রূপান্তর করার পরিকল্পনাও রয়েছে।
জুলাইয়ের এক বিকেলে আজেম তার মায়ের ও দাদির সঙ্গে বাড়ির বারান্দায় বসেছিলেন। পরিবারের কনিষ্ঠ সন্তান হওয়ায় মায়ের ও দাদির সঙ্গে তার গভীর সম্পর্ক। কিন্তু দখলদার বাহিনীর বাড়তে থাকা সহিংসতার কারণে এখন তিনি খুব কমই বাইরে বের হন।
৪০ বছর ধরে পরিবারের বসবাস এই হলুদ রঙের বাড়িতে। সহিংসতা বাড়ার আগে তার জীবন ছিল শান্ত ও নিরিবিলি। তিনি তেল আভিভে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন এবং অবসর সময়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন কিংবা একা একা প্রাচীন রোমান ধ্বংসাবশেষ ও অ্যাম্ফিথিয়েটার ঘুরে দেখতেন।