ইন্দোনেশিয়ায় গোলাবারুদ বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানি - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় গোলাবারুদ বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানি

Published

on

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার (১২ মে) সকালে এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন সেনা কর্মকর্তা ও বাকি নয়জন স্থানীয় বেসামরিক নাগরিক।

মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বাহিনী (টিএনআই) নিশ্চিত করেছে যে সকাল সাড়ে ৯টার দিকে জাভা প্রদেশের গারুত জেলার সাগারা গ্রামে এই বিস্ফোরণ ঘটে। এ সময় সেনাবাহিনী নিয়মিত প্রক্রিয়ায় পুরনো এবং অকার্যকর গোলাবারুদ ধ্বংস করছিল।

টিএনআই-এর তথ্য অফিস প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ানতুরি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পামেউংপেউক আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থল সুরক্ষিত করা হয়েছে এবং দ্বিতীয় কোনো বিস্ফোরণের আশঙ্কা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

নিহত সেনা কর্মকর্তার নামঃ

  • কর্নেল অ্যান্টোনিয়াস হারমাওয়ান
  • মেজর আন্দা রোহান্দা
  • সেকেন্ড করপোরাল ইরি দ্বি প্রিয়ামবোডো
  • ফার্স্ট প্রাইভেট আফ্রিও সেতিয়াওয়ান

নিহত বেসামরিক নাগরিকদের নামঃ

  • আগুস বিন কাসমিন
  • পিয়ান বিন ওবুর
  • ইইউস ইবিং বিন ইনোন
  • আনোয়ার বিন ইনোন
  • ইইউস রিজাল বিন সাইফুল্লাহ
    বাকি চারজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, গারুত জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার আওতাভুক্ত এলাকায় এ ধরনের গোলাবারুদ ধ্বংসের কাজ নিয়মিত পরিচালিত হয়। এদিন গোলাবারুদগুলো ইন্দোনেশীয় সেনাবাহিনীর পুসপালাদ গোলাবারুদ ডিপো নং ৩ থেকে আনা হয়েছিল।

Share

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার (১২ মে) সকালে এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন সেনা কর্মকর্তা ও বাকি নয়জন স্থানীয় বেসামরিক নাগরিক।

মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বাহিনী (টিএনআই) নিশ্চিত করেছে যে সকাল সাড়ে ৯টার দিকে জাভা প্রদেশের গারুত জেলার সাগারা গ্রামে এই বিস্ফোরণ ঘটে। এ সময় সেনাবাহিনী নিয়মিত প্রক্রিয়ায় পুরনো এবং অকার্যকর গোলাবারুদ ধ্বংস করছিল।

টিএনআই-এর তথ্য অফিস প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ানতুরি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পামেউংপেউক আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থল সুরক্ষিত করা হয়েছে এবং দ্বিতীয় কোনো বিস্ফোরণের আশঙ্কা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

নিহত সেনা কর্মকর্তার নামঃ

নিহত বেসামরিক নাগরিকদের নামঃ

প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, গারুত জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার আওতাভুক্ত এলাকায় এ ধরনের গোলাবারুদ ধ্বংসের কাজ নিয়মিত পরিচালিত হয়। এদিন গোলাবারুদগুলো ইন্দোনেশীয় সেনাবাহিনীর পুসপালাদ গোলাবারুদ ডিপো নং ৩ থেকে আনা হয়েছিল।

Share