আবহাওয়া
অসময়ের বন্যায় চরাঞ্চলের পাটচাষির দুশ্চিন্তা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদপাড়ের চরাঞ্চলে পাট চাষে আগ্রহ বাড়লেও অসময়ের বন্যায় চিন্তার ভাঁজ পড়েছে প্রান্তিক কৃষকদের কপালে। এ বছর গত বছরের তুলনায় ৬৫ হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। কিন্তু আগাম নদীর পানি বৃদ্ধি এবং নদীভাঙনের কারণে অনেক জমি পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় কৃষকরা জানায়, বন্যায় নিড়ানি ও সার দেওয়া সম্ভব হয়নি। আবার অনেক জমি নদীতে বিলীন হয়ে গেছে। লোন নিয়ে পাট চাষ করা কৃষকরাও লোকসানের আশঙ্কায়। চিলমারী উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর উপজেলায় ৩ হাজার ৩০৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

কৃষি অফিসের মতে, যেসব পাট পানিতে নিমজ্জিত হয়েছে সেসব কৃষকদের তালিকা করা হচ্ছে এবং প্রণোদনার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে হটলাইন ১৬১২৩-এ ফোন করে কৃষকরা পরামর্শ নিতে পারবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন ব্রহ্মপুত্র নদের পানি সমতল বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচে থাকবে।
স্থানীয় কৃষকদের মতে, সময় মতো পানি নেমে গেলে এবং বাজারে ভালো দাম পাওয়া গেলে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।