পদ্মায় জাহাজ শ্রমিকের মস্তকবিহীন লাশ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

পদ্মায় জাহাজ শ্রমিকের মস্তকবিহীন লাশ

Published

on

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মাথাবিহীন জিহাদ সরদার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তর মোড় খেয়া ঘাটের পূর্ব পাশে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক জিহাদ সরদার (৩০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরবরাট গ্রামের শহীদ সরদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি জাহাজ মেরামত (ডকইয়ার্ডে) কারখানায় শ্রমিকের কাজ করতেন।

 

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে মাছ ধরার সময় কয়েকজন জেলে একটি লাশ ভাসতে দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেন।

 

ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যা, দুলাভাইয়ের ফাঁসি

স্থানীয়রা বলেন, জিহাদ সরদার বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে বাড়িতে আসে। এদিন মধ্যরাত থেকে নিখোঁজ হন তিনি। রোববার সকাল ৭টার দিকে অন্তরমোর রাস্তার মাথায় খেয়া ঘাটের পূর্ব পাশে পদ্মা নদীতে স্থানীয় লোকজন মাথাবিহীন অর্ধগলিত মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। আশপাশের লোকজন মরদেহ দেখে দেখতে পেয়ে প্রাথমিকভাবে শনাক্ত করে তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে পরিচয় শনাক্ত করে মৃতদেহ তাদের বলে দাবি করেন।

পরে দৌলতদিয়া নৌপুলিশ এবং গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নৌপুলিশ খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Share

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মাথাবিহীন জিহাদ সরদার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তর মোড় খেয়া ঘাটের পূর্ব পাশে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক জিহাদ সরদার (৩০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরবরাট গ্রামের শহীদ সরদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি জাহাজ মেরামত (ডকইয়ার্ডে) কারখানায় শ্রমিকের কাজ করতেন।

 

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে মাছ ধরার সময় কয়েকজন জেলে একটি লাশ ভাসতে দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেন।

 

ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যা, দুলাভাইয়ের ফাঁসি

স্থানীয়রা বলেন, জিহাদ সরদার বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে বাড়িতে আসে। এদিন মধ্যরাত থেকে নিখোঁজ হন তিনি। রোববার সকাল ৭টার দিকে অন্তরমোর রাস্তার মাথায় খেয়া ঘাটের পূর্ব পাশে পদ্মা নদীতে স্থানীয় লোকজন মাথাবিহীন অর্ধগলিত মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। আশপাশের লোকজন মরদেহ দেখে দেখতে পেয়ে প্রাথমিকভাবে শনাক্ত করে তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে পরিচয় শনাক্ত করে মৃতদেহ তাদের বলে দাবি করেন।

পরে দৌলতদিয়া নৌপুলিশ এবং গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নৌপুলিশ খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Share