ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদসভা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদসভা

Published

on

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে গাজীপুর ঠিকাদার মালিক সমিতির নেতারা।

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গাজীপুর ঠিকাদার মালিক সমিতির নেতারা ও স্থানীয়রা।

রোববার (৪ মে) টঙ্গীর মেলগেট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভার আয়োজন করা হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

প্রতিবাদ সভায় গাজীপুর সিটি করপোরেশন ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম বলেন, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূইয়া ও গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে আজাদ হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের চিহ্নিত দোসর। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তার পাশে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং থেকে চাঁদা উত্তোলন করে আসছে।

তিনি আর বলেন, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতারা চাঁদাবাজিতে বাধা প্রয়োগ করায় আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের ওপরে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তারপরও প্রশাসনের এখন পর্যন্ত কোনো টনক নড়েনি।

প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আবুল হাসেম বলেন, অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে। নতুবা আগামী মঙ্গলবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হবে।

আরও পড়ুন
Share

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গাজীপুর ঠিকাদার মালিক সমিতির নেতারা ও স্থানীয়রা।

রোববার (৪ মে) টঙ্গীর মেলগেট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভার আয়োজন করা হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

প্রতিবাদ সভায় গাজীপুর সিটি করপোরেশন ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম বলেন, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূইয়া ও গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে আজাদ হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের চিহ্নিত দোসর। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তার পাশে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং থেকে চাঁদা উত্তোলন করে আসছে।

তিনি আর বলেন, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতারা চাঁদাবাজিতে বাধা প্রয়োগ করায় আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের ওপরে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তারপরও প্রশাসনের এখন পর্যন্ত কোনো টনক নড়েনি।

প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আবুল হাসেম বলেন, অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে। নতুবা আগামী মঙ্গলবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হবে।

আরও পড়ুন
পায়রা নদীর খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানবন্ধন
Share