বাংলাদেশ
ঝিনাইদহে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৪

ঝিনাইদহের কালীগঞ্জে কিশোরীকে উদ্ধার করতে গিয়ে তিন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
সরকারি কাজে বাধাপ্রদান, হামলা ও মারধরের ঘটনায় মঙ্গলবার (৬ মে) যশোর কোতোয়ালি থানার এটিএসআই শওকত আলী পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় বাদী হয়ে একই থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করে।
আটকরা হলেন: কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামের বাসিন্দা মোকলেচুর রহমান (৫০), সাগর হোসেন (২৬), মো. আল মামুন ও তরিকুল ইসলাম মিন্টু (৪০)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গত সোমবার (৫ মে) বিকেলে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল কালীগঞ্জের বাকুলিয়া গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে যায়। ওই কিশোরীকে উদ্ধার করে ফেরার সময় সংঘবদ্ধ ৮/১০ জন পুলিশের ওই দলের ওপর হামলা চালায়। এ সময় দুই নারী পুলিশ সদস্যসহ তিনজন আহত হন। পরে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলার শিকার পুলিশ সদস্যদের উদ্ধার করে।’
ওসি আরও বলেন, ‘আটক আসামিদের আদালতে সোপর্দ করার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে।
হামলায় যশোর কোতোয়ালি থানার এএসআই তাপস কুমার পাল জানান, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন আহত হয়েছিলেন। ঘটনার পর ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর মঙ্গলবার ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হামলায় অংশ নেয়া চারজনকে আটক করেছে পুলিশ।