Connect with us

রাজনীতি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব বলেন : পার্থ

Published

on

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুক, সংস্কারের জন্য কাজ করুক, নির্বাচন ছাড়া তা পরিপূর্ণতা পাবে না। দেশের জনগণ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে।

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বইয়ে আগুন।

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।

 

Share

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুক, সংস্কারের জন্য কাজ করুক, নির্বাচন ছাড়া তা পরিপূর্ণতা পাবে না। দেশের জনগণ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে।

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বইয়ে আগুন।

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।

 

Share