আন্তর্জাতিক
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িতদের অবস্থান জানাল গোয়েন্দা সংস্থা

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির গোয়েন্দা সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে তারা কাশ্মীরেই রয়েছেন।
বৃহস্পতিবার (০১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সূত্রে জানা গেছে, ওই সন্ত্রাসীরা এখনো দক্ষিণ কাশ্মীরের গহীন অরণ্যে লুকিয়ে থাকতে পারে। সন্ত্রাসীরা ‘আত্মনির্ভরশীল’ — অর্থাৎ খাদ্য ও রসদের মজুদ রেখেই গোপন অবস্থানে থাকতে সক্ষম।
এনআইএ জানায়, এই আত্মনির্ভরতা তাদের বহিরাগত সাহায্যের প্রয়োজন কমিয়ে দিয়েছে। এ ধরেনের সহযোগিতা সাধারণত পাকিস্তানের পক্ষ থেকে এসে থাকে বলে অভিযোগ করেছে ভারত।
ভারতের মুসলিমদের ‘অবৈধ বাংলাদেশি’ তকমা দিয়ে নির্বিচারে আটক করা হচ্ছে
ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সূত্রে জানা গেছে, ওই সন্ত্রাসীরা এখনো দক্ষিণ কাশ্মীরের গহীন অরণ্যে লুকিয়ে থাকতে পারে। সন্ত্রাসীরা ‘আত্মনির্ভরশীল’ — অর্থাৎ খাদ্য ও রসদের মজুদ রেখেই গোপন অবস্থানে থাকতে সক্ষম।
এনআইএ জানায়, এই আত্মনির্ভরতা তাদের বহিরাগত সাহায্যের প্রয়োজন কমিয়ে দিয়েছে। এ ধরেনের সহযোগিতা সাধারণত পাকিস্তানের পক্ষ থেকে এসে থাকে বলে অভিযোগ করেছে ভারত।